যশোরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য ও সাধারণ মানুষের হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে তিনজন দালালকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালিত এ অভিযানে আলী তারেক মারুফ নামে এক দালালকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া কামাল হোসেন (৪৩) ও আমিনুর কবীর (৫০) নামে আরও দুই দালালকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।
দুদকের সহকারী পরিচালক আল-আমিন জানান, দীর্ঘদিন ধরে যশোর বিআরটিএ অফিসে দালালদের প্রভাব এবং গ্রাহক হয়রানির অভিযোগ আসছিল। এসব অভিযোগের ভিত্তিতে গোপন তদন্তে সত্যতা পাওয়ার পর এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান, যিনি তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।
দুদক সূত্রে জানা যায়, বিআরটিএ অফিসে লাইসেন্স ও রেজিস্ট্রেশন সংক্রান্ত সেবার ক্ষেত্রে সাধারণ মানুষকে দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা দিয়ে সেবা নিতে বাধ্য করা হচ্ছিল।
দুদকের এ ধরনের অভিযান আগামীতেও চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয়দের দাবি, নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণ করলে বিআরটিএতে হয়রানি ও দুর্নীতি অনেকটাই কমে আসবে।
একুশে সংবাদ/য.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :