খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রায় ৮০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ করেছে। এদের অধিকাংশই নারী ও শিশু বলে জানা গেছে।
বুধবার (৭ মে) ভোরে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নের দক্ষিণ শান্তিপুর সীমান্ত দিয়ে ৩টি পরিবারের প্রায় ২৭ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করে। পরে রাতেই মাটিরাঙ্গার তাইন্দং সীমান্ত দিয়ে আরও ১৫ জন ভারতীয় নাগরিক প্রবেশ করেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, গুজরাট থেকে এসব পরিবারকে ভারতের ত্রিপুরা রাজ্যে নিয়ে আসে বিএসএফ সদস্যরা। পরে গভীর রাতে কাটাতারের বেড়ার গেট খুলে দিয়ে তাদের বাংলাদেশ সীমান্তে ছেড়ে দেয়।
গুমতির সীমান্তবর্তী এলাকার বাসিন্দা আবু তাহের জানান, “আজানের শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখি কয়েকজন নারী-শিশু আমাদের বাড়ির দিকে আসছে। পরে তারা জানায়, বিএসএফ তাদেরকে রাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে।”
বর্তমানে ওইসব ভারতীয় নাগরিক দক্ষিণ শান্তিপুর এলাকার ইউপি সদস্য আবুল হোসেন মেম্বারের বাড়িতে অবস্থান করছেন। স্থানীয়রা তাদের মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, “মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ৬৬ জন অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক প্রবেশ করেছে। তারা বিজিবির হেফাজতে রয়েছেন। যতদিন প্রয়োজন, ততদিন প্রশাসনের পক্ষ থেকে তাদের খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করা হবে।”
তবে এই ঘটনায় এখনো বিজিবি বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
একুশে সংবাদ/খা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :