AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মদনে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪ শিক্ষার্থী বহিষ্কার



মদনে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪ শিক্ষার্থী বহিষ্কার

নেত্রকোনার মদন উপজেলার আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) ট্রেড-২ বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

কেন্দ্র সূত্রে জানা যায়, বহিষ্কৃত শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের চেষ্টা করছিল। তারা হলে স্মার্টফোন নিয়ে প্রবেশ করে এবং তা ব্যবহার করে প্রশ্নের উত্তর দেখতে গিয়ে ধরা পড়ে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—

  • হিমেল মিয়া, রোল: ৭৪৪১২০ (জনতা কারিগরি ও বাণিজ্য কলেজ)

  • ওমর ফারুক, রোল: ৭৪৪১০৬ (জনতা কারিগরি ও বাণিজ্য কলেজ)

  • শাফায়েত, রোল: ৭৪৬৬৬৬ (সুতিয়াড় পাড় কারিগরি ও বাণিজ্য কলেজ)

  • হৃদয় মিয়া, রোল: ৭৪৩৯৪৫ (মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজ)

বিষয়টি নিশ্চিত করে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অলিদুজ্জামান বলেন, "পরীক্ষা কেন্দ্রের পরিবেশ নকলমুক্ত রাখতে আমরা কঠোর অবস্থানে রয়েছি। যেকোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

তিনি আরও জানান, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মনিটরিং আরও জোরদার করা হয়েছে।

 

একুশে সংবাদ/নে.প্র/এ.জে

Shwapno
Link copied!