ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জিংক সমৃদ্ধ ধানের চাষ সম্প্রসারণ, উৎপাদন প্রযুক্তি সহজীকরণ এবং বাজারজাতকরণ প্রক্রিয়া উন্নয়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ মে) সকাল ১১টায় হরিপুর আরডিআরএস অফিসের হলরুমে এই সভার আয়োজন করে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা সংস্থা হারভেস্ট প্লাস-এর রিঅ্যাক্টস ইন প্রকল্প।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা খাদ্য পরিদর্শক সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন হারভেস্ট প্লাস-এর প্রজেক্ট ম্যানেজার শাহিনুল কবির, রিঅ্যাক্টস-ইন প্রজেক্টের টেকনিক্যাল অফিসার মোজাম্মেল শেখ এবং আরডিআরএস-এর টেকনিক্যাল অফিসার রবিউল আলম।
আলোচনায় বক্তারা জিংকের অভাবজনিত উপসর্গ, জিংকের উপকারিতা এবং মানবদেহে এর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা জানান, বর্তমানে বাংলাদেশে আমন ও বোরো মৌসুমে ব্রি ধান-৭২, বিনা ধান-২০, ব্রি ধান-৭৪, ৮৪, ১০০ ও ১০২ জাতের জিংক সমৃদ্ধ ধান চাষ হচ্ছে। তবে এই জাতগুলোর চাষাবাদ আরো সম্প্রসারণ করা জরুরি।
সভায় হরিপুর উপজেলার চালকল মালিক, কৃষক, ধান-চাল ব্যবসায়ী ও বীজ ডিলারসহ প্রায় ৩০ জন শস্য ভ্যালু চেইন এক্টর অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :