চট্টগ্রামের আনোয়ারায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে নাঈমা আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) ভোররাত ৩টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নাঈমা স্থানীয় রায়পুর গাউসিয়া হাশেমিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং বক্সীমিয়াজির বাড়ির মো. হাসানের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, রাতে নাঈমা তার মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। হঠাৎ ভোররাতে ব্যথা অনুভব করলে সে তার মাকে ডেকে বলে, কিছু একটা তাকে কামড় দিয়েছে। দ্রুত অচেতন হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক জানান, তাকে সাপ কামড়েছে এবং হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, নাঈমার বাবা মো. হাসান একজন মৎস্যজীবী এবং মাছ ধরার ট্রলারে সাগরে ছিলেন ঘটনার সময়। এক ছেলে ও তিন মেয়ের মধ্যে নাঈমা ছিল সবার বড়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার ও স্থানীয়দের মাঝে শোক ও আতঙ্ক বিরাজ করছে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

