কক্সবাজারে একটি ট্রেনের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
শনিবার (২ আগস্ট) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রামু থানার ওসি মোহাম্মদ তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে কক্সবাজার শহরের বাইপাস সংলগ্ন রেলক্রসিংয়ে একটি সিএনজি অটোরিকশা পার হওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রী নিহত হন। পরে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ।
তিনি জানান, এখন পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে