AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জ থেকে সকল আন্তঃনগর ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন



চাঁপাইনবাবগঞ্জ থেকে সকল আন্তঃনগর ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে বনলতা এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি ধূমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতিসহ সকল আন্তঃনগর ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ মানববন্ধনে বক্তারা বলেন, পশ্চিমের শেষ স্টেশন চাঁপাইনবাবগঞ্জ হওয়া স্বত্ত্বেও  রাজশাহী-ঢাকাগামী চলাচল করে বনলতা ট্রেন ছাড়া সকল আন্তঃনগর ট্রেন। এতে বিভিন্ন সময়ে ঢাকা যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় চাঁপাইনবাবগঞ্জের ১৮ লাখ বাসিন্দার।

দ্রুত সময়ের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে সকল আন্তঃনগর ট্রেন চালু না করলে রেলপথ ঘেরাওসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারী দেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক-সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আসলাম কবীর, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সাবেক পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
 

 

একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে

Link copied!