বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষ্যে পিরোজপুর জেলা সিভিল সার্জনের আয়োজনে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জনের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ইউনিসেফের বরিশাল বিভাগের প্রধান ডাঃ আহসানুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরিশাল বিভাগের প্রতিনিধি ডাঃ মনির।
এসময় বক্তারা বলেন, বাদ পড়া ৩৬ মাস পর্যন্ত যে কোন বয়সের শিশুদের টিকা সপ্তাহে টিকার আওতায় আনবে জেলা স্বাস্থ্য বিভাগ। এ লক্ষ্যে জেলার ৭ টি উপজেলা, ৪ টি পৌরসভা, ৫৩ টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে এ টিকাদান কর্মসূচী একসাথে পরিচালনা করবে জেলা স্বাস্থ্য বিভাগ।
একুশে সংবাদ/পি.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :