চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নে বোরো ধান চাষে পানি সাশ্রয়ী এ-ডব্লিউ-ডি সেচ প্রযুক্তি সম্প্রসারণে অনুষ্ঠিত হলো দিনব্যাপী কৃষক মাঠ দিবস। মঙ্গলবার (৬ মে) স্থানীয় দৃষ্টিনন্দন পার্কে এই কর্মসূচিতে শতাধিক কৃষক ও কৃষক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:উপ-সহকারী কৃষি কর্মকর্তা পারভেজ আলী,ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী সঞ্জয় কুমার সরকার,প্রকল্প কর্মকর্তা আফজাল হোসেন,বাংলাদেশ সংযুক্ত কৃষক সমিতির সভাপতি আবু বাক্কার প্রমুখ।
বক্তারা বলেন,“এক কেজি ধান উৎপাদনে ৩ থেকে সাড়ে ৩ হাজার লিটার পানি ব্যবহৃত হয়— যা মারাত্মক পানির অপচয়। এ-ডব্লিউ-ডি প্রযুক্তি প্রয়োগে ৩-৫টি সেচ কম লাগে, এতে চাষের খরচ কমে যায় এবং ফলন ভালো হয়।”
তারা আরও বলেন, কৃষকদের এই প্রযুক্তি সম্পর্কে সচেতন করতে হবে এবং প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ে সহায়তা জোরদার করতে হবে।
এই মাঠ দিবসটি আয়োজন করে উন্নয়ন সংস্থা সাফ বাংলাদেশ ও ডাসকো ফাউন্ডেশন, এইচএসবিসি ব্যাংকের অর্থায়নে।
একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে