শহীদ মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি ও বিক্ষোভকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের মুরাদপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। এই ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার এবং পাঁচলাইশ থানার ওসি ও চার পুলিশ সদস্যসহ ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন: আরিফুল ইসলাম ওরফে ইয়াছিন (২৩), আব্দুল মালেক (১৯), খালেদ বিন হোসেন (১৯), ওসমান গনি (১৯), রাকিব হাসান (২২), ইমাম হোসেন (১৯), আব্দুল কাদের মোহাম্মদ নকিব (২১), আবু সুফিয়ান (২৩), জাহিদুল ইসলাম ওরফে রাশেদ (১৯), মোস্তফা হোসাইন সোয়াইব (২৩), বোরহান উদ্দিন (২২) ও এনামুল হক হাসান (২৩)।
ওসি মোহাম্মদ সোলাইমান, এএসআই মুসলিম উদ্দিন, কনস্টেবল মো. আশরাফ উদ্দিন, মো. রফিকুল ইসলাম ও মো. আবু শাকিল।
পুলিশ জানায়, সোমবার (৫ মে) সকাল সোয়া ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ইসলামী ছাত্রসেনা, ইসলামী ফ্রন্ট ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত মুরাদপুর মোড়ে বিক্ষোভ করে। পূর্বানুমতি ছাড়া এই কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা লাঠি, বাঁশ ও ইট-পাথর নিয়ে বিভিন্ন স্থাপনা ও যানবাহনে হামলা চালায়।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন,“সরকারি ও বেসরকারি স্থাপনা রক্ষায় আমরা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করি। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের উপর হামলা চালিয়ে ইট-পাটকেল ছুঁড়ে মারে। এতে আমি সহ পাঁচজন আহত হই।”
তিনি আরও জানান, পুলিশ আত্মরক্ষায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড ও গ্যাস সেল ব্যবহার করে এবং আশপাশ এলাকা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, ছাত্রসেনা ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি,চিহ্নিত শিবিরপন্থি কিছু সন্ত্রাসী শান্তিপূর্ণ অবরোধে হামলা চালিয়েছে। তারা দাবি করে, পুলিশ অন্যায়ভাবে ছাত্রসেনা ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে।তাদের দাবি—আটককৃতদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে