শাপলা চত্ত্বর ও জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস, মানিকগঞ্জ জেলা শাখা।
সোমবার (৫ মে) বিকেলে মানিকগঞ্জ সদর হাসপাতাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
মানিকগঞ্জ জেলা খেলাফত যুব মজলিসের সভাপতি হাফেজ সাইফুল ইসলাম সাঈসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা রমজান মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা শাখার সহকারী সাধারণ সম্পাদক মুফতি হাসান মুহাম্মাদ শরীফ, খেলাফত যুব মজলিস মানিকগঞ্জ জেলা শাখা সহ-সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রিয়াদ, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা দিলাওয়ার হুসাইন ও জেলা শাখার বাইতুলমাল মাওলানা রাকিবুল ইসলাম
সমাবেশে বক্তারা বলেন, শাপলা চত্ত্বর ও জুলাই গণহত্যার বিচার দ্রুত শুরু করতে হবে এবং আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। তারা আরও হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়ন না হলে সামনে আরও কঠোর আন্দোলনে নামবে খেলাফত যুব মজলিস।
বক্তারা আরও বলেন, এ ঘটনাগুলোর ন্যায়বিচার নিশ্চিত না হলে দেশের জনগণ আরও বেশি ক্ষুব্ধ হবে এবং বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে