AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৭ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে কলেজছাত্রীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ



লক্ষ্মীপুরে কলেজছাত্রীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ

লক্ষ্মীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে জাকির হোসেন জিদান (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় বিয়ের দাবি নিয়ে অভিযুক্ত যুবকের বাড়িতে গেলে কলেজছাত্রীর পরিবারের লোকজনকে লাঞ্ছিত করে বের করে দেয়া হয়।

পরে উপায়ান্তর না পেয়ে অভিযুক্ত যুবকসহ ৬ জনকে আসামি করে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানায় ভিকটিম নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

রোববার (৪ মে) রাতে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়জুল আজীম নোমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত জাকির হোসেন জিদানসহ তার পরিবারের সদস্যরা। অভিযুক্ত জিদান লক্ষ্মীপুর পৌর শহরের মাস্টার কলোনি এলাকার ইব্রাহিম হোসেন বাবুলের ছেলে।

মামলার অপর আসামিরা হলেন, জিদানের মা কুলসুম বেগম, দুই ভাই রাকিব, সাকিব ও তাদের বোন নুর নাহার।

পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, গত দুই বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই কলেজছাত্রীর সঙ্গে জিদানের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে জিদান ওই কলেজছাত্রীকে পালিয়ে বিয়ে করার প্রলোভন দেখিয়ে গত ৮ মাস আগে দুই দফা কক্সবাজারের একটি আবাসিক হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। ওই সময় হোটেলের রুমে অন্তরঙ্গ ছবিও তোলা হয়।

পরে ভিকটিম তরুণী জিদানকে বিয়ের চাপ দিলে কাগজপত্র ঠিক না থাকাসহ বিভিন্ন অজুহাতে তাকে বাড়ি পাঠিয়ে দেয়।
পরে আবারও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চলতি বছরের ঈদুল ফিতরের ৭ দিন পর ওই কলেজছাত্রীকে কক্সবাজার নিয়ে একটি আবাসিক হোটেলে ৪ দিন রাত্রিযাপন করেন জিদান। সেখানেও তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।

এদিকে গত ৩০ এপ্রিল বিকেলে জিদান ফের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আবারও ওই তরুণীকে স্বামী-স্ত্রী পরিচয়ে সদর উপজেলার মান্দারি ইউনিয়নের রতনপুর এলাকার মোস্তাফা মিয়ার বাড়ির কামালের একটি ভাড়াবাসায় নিয়ে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে রাতভর তরুণীকে ধর্ষণ করেন তিনি।

পরে সকালে বিয়ের কথা বললে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য ভিকটিম তরুণীকে হুমকি ধমকি দেয় জিদান। 
পরে উপায়ান্তর না পেয়ে বিষয়টি ভিকটিম কলেজছাত্রী তার পরিবারকে জানায়।

এ ঘটনায় গত ৩ মে ভিকটিম ছাত্রীর বড় বোন নাজমুন নাহার বিয়ের দাবি নিয়ে অভিযুক্ত জিদানের বাড়িতে যান। পরে জিদানের পরিবারের লোকজন প্রথমে অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেয়ার প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় প্রাণনাশের হুমকি দিয়ে তাকে লাঞ্ছিত করেন তারা।

কলেজছাত্রীর বড় বোন নাজমুন নাহার অভিযোগ করে বলেন, ‘সরলতার সুযোগ নিয়ে জিদান ৮ মাসে আমার ছোট বোনকে কয়েক দফায় ধর্ষণ করেছে। বিয়ের কথা বললেই হুমকি দেয়। তার পরিবারের লোকজনও এ ঘটনার সঙ্গে জড়িত। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ দিকে মোবাইল ফোনে জাকির হোসেন জিদান ভিকটিম মেয়েটির সঙ্গে তার সম্পর্ক থাকার বিষয়টি স্বীকার করে বলেন, দুইজনের সম্মতিতেই আমরা কক্সবাজার ঘুরতে গিয়েছি। তবে তাকে ধর্ষণের বিষয়টি সঠিক নয়। তিনি অভিযোগ করে বলেন, মেয়েটির সঙ্গে আরও একাধিক ছেলের সম্পর্ক রয়েছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে শনিবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

মামলায় আসামিদের গ্রেপ্তরে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/ল.প্র/এ.জে

Shwapno
Link copied!