গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নে জাতীয়তাবাদী যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) বিকেলে বহুগ্রাম হাইস্কুল মাঠে এই সম্মেলনের আয়োজন করে ইউনিয়ন যুবদল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আসাদ শিকদার, সদস্য সচিব মোঃ মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক এম মিঠু লস্কর ও লিয়াকত হোসেন।
সম্মেলনের সভাপতিত্ব করেন বহুগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইকরাম হোসেন।
সম্মেলনে নেতারা যুবদলকে সুসংগঠিত করে আগামী দিনগুলোতে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। বক্তারা বলেন, "গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
একুশে সংবাদ/মু.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :