AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিংগাইরে বিধ্বস্ত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন



সিংগাইরে বিধ্বস্ত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে বিধ্বস্ত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকাল ১১টায় মোসলেমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে আয়োজিত এ মানববন্ধনে তিন শতাধিক মানুষ অংশ নেন।

আব্দুল কাদেরের সভাপতিত্বে ও মোস্তফা কামাল ফখরুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন প্রধান আয়োজক ইসমত আরা, প্রাণী চিকিৎসক সোলাইমান দেওয়ান বিকাশ, মো. বাচ্চু মিয়া, রমিজ উদ্দিন, রুবেল হোসেন, আলী হোসেন মন্ডল, মৌসুমি আক্তারসহ আরও অনেকে।

বক্তারা জানান, শোল্লা ব্রিজ থেকে সাহরাইল মোল্লা বাড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কটি খানা-খন্দে ভরে গেছে। রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় সেটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বিশেষ করে বালুবাহী ট্রাক ও ট্রলির বেপরোয়া চলাচলে ধুলাবালিতে জনদুর্ভোগ আরও বেড়েছে।

এ সময় তারা অবৈধ ভারী যানবাহনের চলাচল বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনের আগে সিংগাইর ও নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে গণস্বাক্ষরসহ একটি অভিযোগপত্রও জমা দেন এলাকাবাসী।

 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

Shwapno
Link copied!