AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাইড সোল্ডার, ঝুঁকি বাড়ছে দুর্ঘটনা



চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাইড সোল্ডার, ঝুঁকি বাড়ছে দুর্ঘটনা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাইড সোল্ডার পুনঃসংস্কার না করায় যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। 

এদিকে যানবাহনের চাপে পড়ে ছোট-বড় অনেক সড়ক দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। আসন্ন বর্ষার আগেই দ্রুত ব্যবস্থা গ্রহনণর জন্য কতৃপক্ষের হস্তক্ষে দাবি সংশ্লিষ্টদের।
জানা গেছে, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়ক। এই মহাসড়ক দিয়েই দেশের বিভিন্ন স্থান থেকে কক্সবাজারে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও লক্ষাধিক যাত্রী যাতায়াত করেন। জনবহুল সড়কটির অধিকাংশ স্থানে কোনো সাইড সোল্ডার না থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সড়কের কোনো কোনো স্থানে সাইড সোল্ডার না থাকায তা আগাছা দিয়ে ঢেকে গেছে। আবার যে সমস্ত স্থানে সাইড সোল্ডার আছে সেখান দিয়ে পথচারীদের চলাচল করাও খুব কঠিন। কিছু কিছু জায়গায় মূল সড়ক হতে সাইড সোল্ডার আধাফুট ১ ফুট নিচু রয়েছে। আর নিচু থাকার কারণে একটি যানবাহন অতি দ্রুত গতিতে আসলে ছোট যানবাহন বা পথচারীদের নেমে যেতে হয় সাইড সোল্ডারে। কিন্তু সাইড সোল্ডারের এমন অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয়। 

স্থানীয়রা বলেছেন, এই সাইড সোল্ডার পুনঃসংস্কার না করায় বিশেষ করে আসন্ন বর্ষা ও  রাতে ইজিবাইক, মোটরসাইকেল, অটোরিকশা  ও অন্যান্য ছোট ছোট যানবাহনে চলাচল করতে হিমসশম খেতে হয়। চট্টগ্রামের বোয়ালখালী কালুরঘাট ব্রিজ, পটিয়া বাদামতল, চট্টগ্রাম নতুন বিজে থেকে কক্সবাজার পর্যন্ত  মহাসড়কের উভয় পাশে রয়েছে দোকানপাঠ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা,হাট বাজার, বিভিন্ন স্থানে সাইড সোল্ডারের করুন অবস্থা। একটি জাতীয় মহাসড়ক জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়কে এমন পরিস্তিতিতে যাত্রী সাধারণ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। এ বিষয়ে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক বিভাগের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে সড়ক ও জনপদ অধিদপ্তর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দীন খালেদ চৌধুরী জানান, সাইড সোল্ডারের কাজ কিছু কিছু জায়গায় চলছে, ক্রমান্বয়ে জেলার বিশেষ অংশে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে।
 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

 

Shwapno
Link copied!