নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে শামসুন্নাহার (৭০) নামের এক মা নির্মমভাবে খুন হয়েছেন। শনিবার (৩ মে) দিবাগত রাতে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে জাবের হোসেন (২৮) কে আটক করেছে পুলিশ।
শামসুন্নাহার বৈলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক, মৃত নুরুল হক মাষ্টারের দ্বিতীয় স্ত্রী। তিনি তার ছোট ছেলে জাবের হোসেনের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, জাবের হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই মাদকের টাকার জন্য মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতেন।
শনিবার রাতে মাদকসেবনের জন্য টাকা না পেয়ে মা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। ধারণা করা হচ্ছে, সেই সময়েই জাবের তার মাকে হত্যা করে। ঘটনার পর সারারাত সে মৃতদেহের পাশেই ঘরে অবস্থান করে। সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত জাবেরকে আটক করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং একটি হাত ভেঙে গেছে বলে জানা গেছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, “মাদকাসক্ত জাবের তার মাকে ঘরের ভেতরে দরজার হাতলে আঘাত করে হত্যা করে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে