নড়াইল ডিবি পুলিশের সফল অভিযানে একানব্বই পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো. শাহাদত শেখ (৩৮) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত মো. শাহাদত শেখ (৩৮) নড়াইল সদর থানাধীন শিঙ্গাশোলপুর গ্রামের বাবর আলী শেখের ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (৩ মে) রাতে নড়াইল সদর থানাধীন ৯নং সিঙ্গাশোলপুর ইউনিয়নের সিঙ্গা ক্লাব মোড় ইমদাদুল শেখের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শাহাদারা খানের (পিপিএম) তত্ত্বাবধানে এসআই (নি.) মো. ফারুক হোসেন ও এএসআই (নি.) কামরুজ্জামান. কনস্টেবল নারায়ণ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো. শাহাদত শেখকে (৩৮) গ্রেফতার করেন।
এ সময় আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য একানব্বই পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

