AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক সনোজ কুন্ডু ‍‍`বেস্ট পারফরমার‍‍` নির্বাচিত



সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক সনোজ কুন্ডু ‍‍`বেস্ট পারফরমার‍‍` নির্বাচিত

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) কর্তৃক আয়োজিত ৪২তম ইন্ডাকশন ট্রেনিং-এ ‍‍`বেস্ট পারফরমার‍‍` নির্বাচিত হয়েছেন সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক সনোজ কুন্ডু লিটু।

বৃহস্পতিবার যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে আয়োজিত ম্যাচনাইট পর্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। বিভিন্ন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জনের জন্য সনোজ কুন্ডু লিটু মোট ৯টি ক্রেস্ট ও সনদপত্র লাভ করেন।

তিনি ক্যারম একক ও দ্বৈত প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত ও আধুনিক গানে প্রথম স্থান, বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা (দল রানার আপ) সহ একাধিক বিভাগে সেরা পারফরম্যান্স দেখিয়ে ‘বেস্ট পারফরমার’ নির্বাচিত হন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন-অর-রশিদ, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুজ্জামান, প্রফেসর মোঃ আফজাল হোসেন, প্রফেসর রাশেদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন প্রশিক্ষণার্থীদের সঙ্গে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিল্পী সন্ধ্যা অধিকারী।

 


একুশে সংবাদ/মু.প্র/এ.জে

Shwapno
Link copied!