নাটোরের লালপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে লালপুর উপজেলা প্রেসক্লাব।
শনিবার (৩ মে) দুপুরে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন—সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার লালপুর প্রতিনিধি মো. সাহীন ইসলাম, সহ-সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি জামিরুল ইসলাম, আব্দুর রশিদ মাস্টার, অধ্যক্ষ ইনতাজ আলী, সজিবুল ইসলাম রিদয়, আব্দুল্লাহ আল মামুন, শিমুল আলী, সিফাত আল আমিন, সাব্বির আহমেদ মিঠু, নুহুউল্লাহ, প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, “মুক্ত গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। একটি সুষ্ঠু সমাজ গঠনে সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক।”
তারা আরও বলেন, “গণমাধ্যম কর্মীদের নিরপেক্ষতা ও পেশাগত আদর্শ বজায় রেখে কাজ করতে হবে, যেন সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও বৈষম্য দূরীকরণে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে।”
একুশে সংবাদ/না.প্র/এ.জে