AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাংবাদিক টুনির বাসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্যসহ কারাদণ্ড ও জরিমানা



সাংবাদিক টুনির বাসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্যসহ কারাদণ্ড ও জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে কথিত নারী সাংবাদিক মাসুরা খাতুন টুনির (২৮) বাসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মদ, ইয়াবা সেবনের সরঞ্জাম, সিগারেট ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ মে) বিকেল ৪টার দিকে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি পাড়ায় অবস্থিত একটি ভাড়া বাসায় এই অভিযান চালানো হয়।

অভিযানে টুনিকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়। তিনি দর্শনা থানার তেঘরি গ্রামের আব্দুল হালিমের মেয়ে এবং নিজেকে দৈনিক জনতার ইশতেহার পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন। অভিযানে তার বাসা থেকে একটি সাংবাদিক পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, টুনি দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় একা থেকে নানা অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে শনিবার দুপুরে তার বাসায় এক ছেলে ও এক মেয়ে প্রবেশ করলে প্রতিবাদ শুরু হয়। এক পর্যায়ে তারা পালিয়ে গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রী উদ্ধার করে।

জীবননগর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহাবুবা মঞ্জুর মৌনা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে টুনি তার দোষ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৫(৫) ধারা অনুযায়ী দণ্ড প্রদান করা হয়।

এলাকাবাসীর দাবি, এ ধরনের ভুয়া পরিচয়ে অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

Shwapno
Link copied!