AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পার্বতীপুরে সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন



পার্বতীপুরে সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরের পার্বতীপুরে সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদ ও দোষীদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) সকালে শহীদ মিনার সংলগ্ন সড়কে মাই টিভির পার্বতীপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন এবং স্থানীয় সাংবাদিক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মাই টিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসানকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে—যা স্বাধীন সাংবাদিকতার জন্য একটি ভয়াবহ হুমকি।

এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক মো. মনজুরুল আলম, মাহফিজুল ইসলাম রিপন, তাজকির হুসাইন, সাজ্জাদ হোসেন ও মাহমুদুল হাসান প্রমুখ। তাঁরা অবিলম্বে হুমকিদাতাদের শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সাংবাদিকরা জানান, এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে। তাই এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে জরুরি পদক্ষেপ গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

 

একুশে সংবাদ/দি.প্র/এ.জে

Shwapno
Link copied!