রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর বাজার এলাকা থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এবং হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. তারা খান (২৯) কে গ্রেপ্তার করেছে র্যাব-১০। শুক্রবার (২ মে) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১০-এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১০-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত মো. তারা খান রাজবাড়ী সদর থানার খোলাবাড়িয়া গ্রামের মৃত সামসুদ্দিন খানের ছেলে। তিনি ২০১৭ সালের একটি মাদক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং ২০২০ সালের একটি হত্যা মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক ছিলেন।
র্যাব জানায়, অভিযানের সময় তার অবস্থান শনাক্ত করে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার র্যাব-১০-এর অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :