রংপুরের গঙ্গাচড়া উপজেলার সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে নতুন ইতিহাস গড়েছে গঙ্গাচড়া স্পোর্টস একাডেমি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুমোদিত “FIFA-AFC ওয়ান স্টার ফুটবল একাডেমি” সনদ অর্জনের মাধ্যমে একাডেমিটি সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। গত ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এ সনদ তুলে দেন একাডেমির প্রতিনিধিদের হাতে।
একাডেমিটি প্রতিষ্ঠা করেছে দেশের আলোচিত প্রতিষ্ঠান স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা কেএম রিদওয়ানুল বারী জিয়ন ও জয়রিয়া মোস্তারি সমাজকল্যাণ ও যুব উন্নয়নের লক্ষ্যে ২০২২ সালে গঙ্গাচড়ায় এ একাডেমি চালু করেন। বর্তমানে প্রতিদিন গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠে প্রায় ১৩০-১৫০ জন ক্রিকেটার ও ৫০-৬০ জন ফুটবলার প্রশিক্ষণ নিচ্ছেন।
ফুটবল প্রশিক্ষণে রয়েছেন সরকারি প্রশিক্ষক আসাদুজ্জামান নাসিম, স্টেডফাস্টের পক্ষ থেকে প্রধান প্রশিক্ষক সাজেদুল ইসলাম লুলু এবং সহকারী প্রশিক্ষক ওয়াহিদুজ্জামান হৃদয় ও কিপন। ক্রিকেট বিভাগে প্রশিক্ষক হিসেবে আছেন চাঁদ মিয়া। একাডেমির ব্যবস্থাপনায় রয়েছেন রেজাউল করিম রাযী।
প্রধান প্রশিক্ষক সাজেদুল ইসলাম লুলু বলেন, “গঙ্গাচড়াকে জাতীয় ক্রীড়াঙ্গনে পরিচিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।” ব্যবস্থাপক রেজাউল করিম রাযী জানান, ওয়ান স্টার সনদ অর্জন একাডেমির জন্য একটি মাইলফলক এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে এটি বড় অনুপ্রেরণা হবে।
প্রতিষ্ঠাতা কেএম রিদওয়ানুল বারী জিয়ন বলেন, “গঙ্গাচড়ার সন্তান হিসেবে জনকল্যাণে কাজ করাই আমার দায়িত্ব। একাডেমির প্রতিটি সাফল্য আমার এলাকার মানুষের জন্য উৎসর্গকৃত।”
এই অর্জনের মাধ্যমে গঙ্গাচড়া শুধু ক্রীড়াক্ষেত্রে নয়, সারাদেশের যুব সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠছে।
একুশে সংবাদ/রং.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :