কুষ্টিয়ার মিরপুরে পুলিশের হেফাজতে থাকা এক সন্দেহভাজন আসামির হাতুড়ি আঘাতে আহত হয়েছেন এক পুলিশ সদস্য। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর পৌরসভার পালপাড়া ব্রিজের কাছে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
আহত কনস্টেবল রুস্তম আলীকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার আমলাপাড়া এলাকা থেকে আশিক (২৫) নামের এক যুবককে আটক করেন আমলা পুলিশ ক্যাম্পের এসআই মনিরুল ইসলাম ও কনস্টেবল রুস্তম আলী। মোটরসাইকেলে করে তাঁকে থানায় আনার সময়, পথেই সে আচমকা হাতুড়ি দিয়ে রুস্তম আলীর মাথায় আঘাত করে।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা কনস্টেবলকে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসা দেন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে আহত রুস্তমকে হাসপাতালে পাঠায় এবং আসামিকে হেফাজতে নেয়।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, “একটি মামলার সন্দেহে আটককৃত আসামি থানায় আনার পথে পুলিশ সদস্যকে আঘাত করে। বর্তমানে আসামি পুলিশের হেফাজতে রয়েছে এবং আহত কনস্টেবলের চিকিৎসা চলছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, আসামির বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :