গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামে চোলাই মদ তৈরি ও বিক্রির অভিযোগে ৬ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এসময় চার লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২ মে) সকালে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্তদের বাড়িতে হানা দেয় এবং মদ তৈরির গোপন কারখানা ধ্বংস করে। পরে উত্তেজিত জনতা চোলাই মদ ও জাওয়া মদ বিনষ্ট করে এবং ছয়জনকে পুলিশে হস্তান্তর করে।
আটককৃতরা হলেন:শুভ রবি দাশ (২২),শ্রী কানাই ভাস্কর (২৯),শ্রী নিমাই ভাস্কর (৩২),সুভাস রবিদাস (৪২),নরেশ রবিদাস (৪০),প্রান্ত রবিদাস (১৩)।
তারা সবাই দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল বলে জানান স্থানীয়রা।
তদন্তকারী কর্মকর্তা এসআই মাকসুদুল কবির নকিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করা হয় এবং চার লিটার চোলাই মদ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারনির ২৪(ক) ধারায় মামলা (নং ১, তারিখ: ০২/০৫/২৫) দায়ের করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
একুশে সংবাদ// গা.প্র/ এ.জে
আপনার মতামত লিখুন :