AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিংগাইরে পুলিশ তদন্ত কেন্দ্রের অদূরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি



সিংগাইরে পুলিশ তদন্ত কেন্দ্রের অদূরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শান্তিপুর (বাঘুলী) পুলিশ তদন্ত কেন্দ্রের অদূরে প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা গভীর রাতে ছাদের চিলেকোঠার দরজা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ প্রায় ৯ লক্ষ টাকার মালামাল লুটে নেয়।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বাঘুলী গ্রামের মো. সোহরাব মিয়ার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। সোহরাব মিয়ার ছেলে আসাদুলের ঘর থেকে ৪ লক্ষ টাকা নগদ, ৩ ভরি স্বর্ণালঙ্কার ও ২টি মোবাইল ফোন চুরি হয়।
চোরেরা একটি কাঠের মই, একটি শাবল ও একজোড়া চামড়ার জুতা রেখে যায়।

ভুক্তভোগী আসাদুল জানান, ঘুম ভাঙার পর মুখোশধারী দুই চোর তার গলায় ছুরি ধরে তাকে বেঁধে রাখে এবং পরে পালিয়ে যায়। সম্প্রতি আসাদুল ও তার ভাই এমদাদুল সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।
একই রাতে পার্শ্ববর্তী পালপাড়া গ্রামের আমজাদ মাস্টারের ভাই আওলাদের গ্যারেজ থেকে লিটন নামে একজনের একটি অটোরিকশাও চুরি হয়।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় পুলিশ টহল নেই বললেই চলে, যার ফলে চুরি ও ডাকাতির ঘটনা দিন দিন বাড়ছে। জনগণের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত।
শান্তিপুর (বাঘুলী) তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বাসুদেব সিনহা জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, অফিসার ও ফোর্স সংকটের কারণে টহল জোরদার করা যাচ্ছে না।

 

একুশে সংবাদ//মা.প্র/ এ.জে

Shwapno
Link copied!