ঝালকাঠির নলছিটি উপজেলার ফুরহরি গ্রামে গাঁজার গাছ চাষের অভিযোগে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটকৃতরা হলেন—ফুরহরি গ্রামের মো. মৌজে আলী হাওলাদারের ছেলে মো. জুয়েল হাওলাদার এবং মো. সবুজ মোল্লার ছেলে মো. হৃদয় মোল্লা (১৯)।
ডিবি পুলিশ জানায়, বসতবাড়ির দক্ষিণ পাশে পুকুরের পূর্ব পাড়ের একটি ভুট্টা খেতে তল্লাশি চালিয়ে বিভিন্ন উচ্চতার ১৪টি গাঁজার গাছ শনাক্ত করে জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই জুয়েল ও হৃদয়কে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ// ঝা.প্র/ এ.জে