শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাতে গোলাম মস্তুফা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক কৃষক আজিজুল হক।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার পাঁচগাঁও উত্তরপাড়া গ্রামে ধান কাটার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ শুরু হওয়া বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত হলে মাঠেই অজ্ঞান হয়ে পড়েন ওই দুই কৃষক। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোলাম মস্তুফাকে মৃত ঘোষণা করেন। আহত আজিজুল হক চিকিৎসাধীন রয়েছেন তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে পরিবারটিকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
একুশে সংবাদ//শে.প্র/এ.জে