AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাফ নদী থেকে চার জেলে ধরে নিয়ে গেল আরাকান আর্মি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কক্সবাজার
০২:২২ পিএম, ১ মে, ২০২৫

নাফ নদী থেকে চার জেলে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) চার রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১ মে) সকালে দমদমিয়া এলাকার লাল দ্বীপসংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

অপহৃতদের মধ্যে রয়েছেন—আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪) ও আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

স্থানীয় ক্যাম্পের প্রতিনিধি মোহাম্মদ নুর জানিয়েছেন, প্রতিদিনের মতো ড্রামের ভেলা নিয়ে নাফ নদে মাছ ধরতে যান কয়েকজন রোহিঙ্গা যুবক। এ সময় হঠাৎ করে মিয়ানমার সীমান্ত থেকে আসা সশস্ত্র আরাকান আর্মির সদস্যরা তাদের ঘিরে ফেলে এবং অস্ত্রের মুখে চারজনকে ধরে নিয়ে যায়। বাকিরা কোনোরকমে পালিয়ে ফিরে আসেন।

ঘটনার খবর নিশ্চিত করে টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, চার জেলে অপহরণের খবর প্রশাসন পেয়েছে এবং বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, স্থানীয় জেলেদের মাঝে এ ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলে মোহাম্মদ আলম বলেন, “আরাকান আর্মির ভয়ে নদীতে নামতে ভয় লাগে। প্রায়ই তারা জেলেদের ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু এখনো কোনো কার্যকর প্রতিরক্ষা নিশ্চিত হয়নি।”

সীমান্ত এলাকার বাসিন্দারা মনে করছেন, নাফ নদে নজরদারি না বাড়ালে অপহরণসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা বাড়তে পারে।

 

 

একুশে সংবাদ/ই.ফ/এ.জে

Shwapno
Link copied!