ঢাকার ধামরাইয়ে তালা ভেঙে বসতবাড়িতে ঢুকে অন্তত ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার যাদবপুর ইউনিয়নের আমছিমুর এলাকায় গেদু মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই তলা ভবনের নিচতলার কক্ষে ওই লুটের ঘটনা ঘটে। কক্ষটিতে ঢুকে একটি স্টিলের বাক্সের তালা ভাঙা ও জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। এছাড়া অন্তত দুটি লাগেজ খোলা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরিবারটি জানায়, তার তিন ছেলের মধ্যে দুজন প্রবাসে থাকেন। অপরজন সামরিক বাহিনীতে কর্মরত। বাড়িতে গেদু মিয়া (৭৫) ও তার স্ত্রী সুফিয়া খাতুন (৭০) থাকেন। তবে গতকাল তারা কেউ বাসায় ছিলেন না।
ভুক্তভোগীর পরিবার জানায়, রাত দেড়টার দিকে পার্শ্ববর্তী একটি বাড়ির এক নারী প্রকৃতির ডাকে বের হয়ে ওই বাড়ির কক্ষে লোকজনের আওয়াজ পান। তিনি আশপাশের লোকজন ডেকে আনলে ঘরের ভেতর থেকে অন্তত ৩ জন ও বাইরে থাকা আরও ৩-৪ জন দূর্বৃত্ত সেখান থেকে পালিয়ে যায়।
সকালে পরিবারের সদস্যরা বাড়ি এসে দেখতে পান মূল ফটকসহ দরজার সব তালা ভেঙে ঘরে ঢুকে একটি বাক্স ও লাগেজ ভেঙে অন্তত ৪০ ভরি স্বর্ণ লুট করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে বলে জানায় তারা।
ভুক্তভোগীর ছেলে বলেন, আমি রাত ১টা ৫০ এর দিকে খবর পাই। প্রতিবেশী এক নারী বাড়িতে আওয়াজ পান লোকজনের। তারাই ঘটনা জানায়। প্রায় ঘণ্টাখানেক ধরে ওই দূর্বৃত্তরা সেখানে ছিল। প্রথমে কেচি গেট, তারপর বাইরের দরজা ও সবশেষ ভেতরের দরজার তালা ভেঙে তারা ভেতরে ঢুকে। ৩ জন ভেতরে ছিল, আর ৩-৪ জন ছিল বাইরে। ভেতরে বাক্স ছিল। বাক্স ভেঙে ভেতরে জিনিসপত্র নিয়েছে। এরমধ্যে স্বর্ণালঙ্কার নিয়েছে ৩০-৪০ ভরি। আর ১৫-২০ হাজার টাকা নেয়। তবে একপর্যায়ে লোকজনের আওয়াজ পেয়ে তারা পালিয়ে যায়। এই বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে। পুলিশ বাড়িতে গিয়েছিল।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ওই ঘরে চুরি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছ। সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, গতকাল ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ২১ লাখ টাকার পামওয়েল তেলসহ তেলবাহী ট্রাক লুটের ঘটনা ঘটে।
গত সোমবার উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই এলাকায় একটি বসতবাড়িতে অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটে।
এছাড়া একাধিক কারখানায় মূল্যবান জিনিসপত্র লুটের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
একুশে সংবাদ//সা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :