১৯ জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির যোদ্ধাদের মাঝে এককালীন আর্থিক অনুদানের ১০৩টি চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ্ মোহাম্মদ বদরুদ্দোজা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজি রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফ খান, নিরব ইমতিয়াজ শান্ত সহ আন্দোলনে আহত অন্যান্য শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে আহতরা জীবন ঝুঁকি নিয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা নতুন বাংলাদেশের বীর।” তারা শহীদদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের পাশে দাঁড়ানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, “রাষ্ট্র সবসময় সংগ্রামীদের পাশে থাকবে। সকলে মিলে আমরা একটি বৈষম্যহীন, উন্নত দেশ গড়ে তুলবো।”
অনুষ্ঠান শেষে প্রতিটি ‘সি’ ক্যাটাগরির আহত ব্যক্তিকে এক লক্ষ টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
একুশে সংবাদ//ফ.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :