কোটচাঁদপুর চাল বাজারে অভিযান চালিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম। সোমবার সকালে পৌর শহরের চাল বাজারে অভিযান চালিয়ে দুই ব্যবসায়িকে ২৫ হাজার টাকা করেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার করার কথা থাকলেও তা না করে ব্যবসায়িরা কৃত্রিম মোড়ক (প্রাষ্টিক) ব্যবহার করার অপরাধে দুই চাল ব্যবসায়িকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন এএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কোটচাঁদপুরের নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম।
যার মধ্যে কোটচাঁদপুর পৌর শহরের চাল ব্যবসায়ি স্বরজীত ঘোষ কে ১৫ হাজার ও শংকর কুমার সাহা কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ছিলেন, ঝিনাইদহের পাট উন্নয়ন অধিদপ্তরের সহকারী আসাদুজ্জামান,উপজেলার পাট কর্মকর্তা বাবুল হোসেন, মডেল থানার পি এস আই হাসান।
একুশে সংবাদ//ঝি.প্র//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

