নেত্রকোনায় মদনে বজ্রপাতে মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সকালে মদন উপজেলার তিয়শ্রী গ্রামেএ ঘটনা ঘটে।
নিহত আরাফাত মিয়া (৯) মদন উপজেলার তিয়শ্রী গ্রামের আব্দুস সালামের ছেলে। সে নিজ গ্রামের বাইতুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। এসময় মাদ্রাসার কাছেই বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান দিদারুল ইসলাম।
নিহতের প্রতিবেশী সাংবাদিক মো. সাকের খান জানান, সোমবার বৃষ্টি পাতের সময় ভোর সাড়ে ৬টায় আরাফাত বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিল। মাদ্রাসার কাছে পৌছা মাত্রই বজ্রপাতে গ্ররুতর আহত হয়ে ওখানেই মৃত্যুবরণ করে।
একুশে সংবাদ//ম.নে.প্র//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

