প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লার তিতাস উপজেলায় ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে গৌরীপুর-হোমনা আঞ্চলিক সড়কের কড়িকান্দি বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন তিতাস উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আল আমিন হক বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল, তানভীর নুর, মেহেদী প্রধান, সাবেক কড়িকান্দি সদর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাদশা মোল্লা, মাহফুজ সওদাগর এবং আহ্বায়ক কমিটির সদস্য আরমান রাকিব, মেহেদী, রিফাত, ইয়াছিন ও শান্তসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, “পারভেজের মতো প্রতিশ্রুতিশীল একজন নেতাকে নির্মমভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
তারা আরও জানান, এ ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে এবং অপরাধীদের আইনের আওতায় না আনা হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
একুশে সংবাদ//তি.কু.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :