সোহেল রানা অনুরুক্তি পেইজের প্রচারণায় নতুন হুইল চেয়ার উপহার পেলেন সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের এক প্রতিবন্ধী যুবক।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কৃতিসন্তান মোঃ সোহেল রানা (অনুরুক্তি) পেইজের প্রচারণায়, সাদিপুর ইউনিয়নের মৃত মোঃ রুস্তম আলী ছেলে অসহায় প্রতিবন্ধী মোঃ শাওন মিয়া মিয়া কে সুদূর জার্মান থেকে একটি হূইল চেয়ার উপহার হিসেবে পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী।
এই বিষয়ে প্রতিবন্ধী মোঃ শাওন মিয়া বলেন, আমি অবুঝ থাকা কালে আমার বাবা কে হারিয়েছিলাম। প্রতিবন্ধী হওয়ায় এবং অবহেলায় খেয়ে না খেয়ে অনেক কষ্টে জীবন যাপন করছি। সোহেল রানা ভাই আমার অসহায় জীবনের কান্না সামাজিক যোগাযোগ মাধ্যম তুলে ধরাতে সমাজের এক বৃত্তশালী আমাকে একটি হুইলসের উপহার দেন। এতে আমি অনেক আনন্দিত। সমাজের বিত্তবানদের কাছে আমার আবেদন, সবাই যদি সমাজের অসহায় ও প্রতিবন্ধী কল্যাণে এগিয়ে আসে। তাহলে অসহায় সবাই উপকৃত হব।
এই বিষয়ে সোহেল রানা (অনুরুক্তি) বলেন, আমি সবসময় সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কষ্টের জীবন তুলে ধরে তাদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। সমাজের বিত্তবানদের কাছে আমার আবেদন সবাই যদি যাঁর যাঁর এলাকার অসহায়দের পাশে এগিয়ে আসে তবেই আমার সার্থকতা। সবাই সমাজের অসহায়দের পাশে এসে দাঁড়ান।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

