ফিলিস্তিনে চলমান ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে কমলগঞ্জে হাজারো মানুষের অংশগ্রহণে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সকল ইসলামিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত মুসলিম ইউনিটি`র ব্যানারে আয়োজিত “সেইভ গাজা, সেইভ ফিলিস্তিন” শীর্ষক এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সোমবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার ভানুগাছ বাজারে।
‘স্টপ জেনোসাইড, সেইভ গাজা’ স্লোগানে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে ইসলামিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রায় ৫ হাজার নেতাকর্মী অংশ নেন। অংশগ্রহণকারীদের অনেকেই ফিলিস্তিনের পতাকা এবং প্রতিবাদী নানা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে সমবেত হন।
বক্তারা বলেন, “গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে একে একে সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। বিশ্ববিদ্যালয়, হাসপাতালসহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। শিশু ও নারীদেরও তারা ছাড় দিচ্ছে না, যেন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠতে না পারে।”
তারা আরও বলেন, “ফিলিস্তিনে প্রতিদিন শিশুরা বোমার আঘাতে নিহত হচ্ছে, মায়েরা সন্তানের নিথর দেহ কাঁধে নিচ্ছেন। এই দৃশ্য আর কতদিন চুপচাপ দেখে যাব? মুসলমান হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।”
বক্তারা আরও বলেন, “ইসরায়েল এখন পুরো মুসলিম উম্মাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা সরকারের প্রতি জোর দাবি জানাই—ইসরায়েলি পণ্য অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। গণহত্যাকারীদের সঙ্গে কোনো বাণিজ্যিক বা কূটনৈতিক সম্পর্ক রাখা মানবতা বিরোধী অপরাধ।”
সমাবেশে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন মুসলিম ইউনিটির মুঃ মুহন মিয়া ও তারেকুল ইসলাম পাটওয়ারী। এছাড়া বিক্ষোভে উপস্থিত ছিলেন:
খেলাফত মজলিশের মাওলানা নুরুল মুত্তাকিন জুনায়েদ
বিএনপি নেতা আবুল হোসেন
জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট কামরুল ইসলাম
আনজুমানে আল ইসলাহ’র আবু বকর সিদ্দিক জিয়াব
ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা জিল্লুর রহমান
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মাওলানা কারী জুবায়ের আহমদ
গণঅধিকার পরিষদের ওয়াকিল মুন্না আজমত
জাতীয় ইমাম সমিতির মাওলানা সামছুল ইসলাম লিয়াকত
ইসলামী ছাত্র শিবিরের তানভীর রায়হান ওয়াসিম
আনজুমানে তালামিযে ইসলামীয়ার আব্দুস সামাদ রাফি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইমাজ উদ্দিন
ছাত্রদলের কামরুল ইসলাম
ইসলামী ছাত্র আন্দোলনের হাফেজ তাওহীদ বক্ত
ইসলামী ছাত্র মজলিশের মাহি আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ হিজফুর রহমান ফাহাদ এবং দোয়া পরিচালনা করেন মাওলানা কারী আবুল বাশার।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :