ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশন থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ‘ঙ’ বগিতে অভিযান চালিয়ে প্রায় দেড় কেজি কোকেন উদ্ধার করেছে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) রাত ৮টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনে মাদকদ্রব্য পাচার হচ্ছে। এই খবরে কোটচাঁদপুর স্টেশনে পূর্ব থেকে অবস্থান নিয়ে বিজিবি সদস্যরা ট্রেনের নির্ধারিত বগিতে তল্লাশি চালান এবং সেখানে ১ কেজি ৬১৫ গ্রাম কোকেন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। মাদকের মালিক সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে যশোর জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মনিতোষ কুমার বলেন, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া মাদকদ্রব্যের ক্ষেত্রে আলাদাভাবে মামলা হয় না, বরং তা উদ্ধার হিসেবেই রেকর্ডভুক্ত করা হয়।
এদিকে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, রেলস্টেশন এলাকা বা ট্রেন থেকে মাদক উদ্ধার হলে তা সংশ্লিষ্ট রেল থানা থেকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন হয়। স্থানীয় থানার সঙ্গে এ বিষয়ে সরাসরি কোনো সম্পৃক্ততা থাকে না।
স্থানীয়দের মতে, যাত্রীবাহী ট্রেনে কোকেনের মতো ভয়াবহ মাদক পরিবহনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :