চুয়াডাঙ্গার দর্শনায় ডাকাতির প্রস্তুতিকালে ওয়াসিম মন্ডল (৩২) নামে এক ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি, একটি চাইনিজ কুড়াল এবং ৪০ ফুট দীর্ঘ একটি রশি উদ্ধার করা হয়।
রোববার (৬ এপ্রিল) ভোরে দর্শনার শান্তিপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিষয়টি জেলা পুলিশ সন্ধ্যায় নিশ্চিত করে। গ্রেফতার ওয়াসিম মন্ডল চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার দক্ষিণচাঁদপুরের হল্ট স্টেশনপাড়ার বাসিন্দা এবং শাহজাহান মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে দর্শনার শান্তিপাড়া পরানপুর রোডে অভিযান চালানো হয়। অভিযানে ওয়াসিম মন্ডলকে ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে আটক করা হয়। তবে তার সাথে থাকা আরও তিনজন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ডাকাতির জন্য ব্যবহৃত সম্ভাব্য সরঞ্জামাদি।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, ওয়াসিম মন্ডলের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলা ও আশপাশের থানায় অন্তত ১০টি মামলা রয়েছে। পলাতক অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশের দাবি, এলাকাবাসীর সহযোগিতায় ডাকাতি প্রতিরোধে তারা আরও তৎপর থাকবে।
একুশে সংবাদ/বিএইচ