ভোলার মনপুরা উপজেলার নৌবাহিনী এবং থানা পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। রবিবার (৬ এপ্রিল), "ইন এইড টু সিভিল" পাওয়ার এর আওতায় নৌবাহিনীর কন্টিনজেন্ট মনপুরা এবং মনপুরা থানা পুলিশ স্থানীয় এলাকাগুলিতে টহল ও তল্লাশি চেকপোস্ট পরিচালনা করেছে।
এ অভিযানের অংশ হিসেবে গত ২০ জুলাই ২০২৪ থেকে শুরু করে নৌবাহিনী কন্টিনজেন্ট মনপুরা, অস্ত্র, মাদক, অবৈধ কারেন্ট জাল, মা ইলিশ সংরক্ষণ, ঝাটকা নিধন প্রতিরোধ এবং বিভিন্ন ঘাট ও বাজারে জোরপূর্বক চাঁদাবাজি রোধে গুরুত্বপূর্ণ অভিযান চালিয়ে আসছে। গত ৫ এপ্রিল ২০২৫, দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ঈদ পরবর্তী সময়ে জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে জনতা বাজার এলাকায় যৌথ টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালিত হয়েছে।
নৌবাহিনী কন্টিনজেন্টের কমান্ডার জানান, ভোলা জেলার মনপুরা উপজেলার সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবন যাপনের জন্য এই ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম চলমান থাকবে।
এছাড়াও, নৌবাহিনী চলমান জাটকা নিধন প্রতিরোধ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ বছরের অভিযানে তারা ৮৩ কোটি ১২ লাখ টাকার অবৈধ জাল ও ঝাটকা মাছ জব্দ করেছে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
অভিযান চলাকালে জনতা বাজার লঞ্চ ঘাটের ইজারাদার জাকির হোসেন, এবং রেজিস্ট্রেশন বিহীন লঞ্চ মালিক অহিদ আলমসহ কয়েকজনকে অতিরিক্ত ঘাট ভাড়া আদায়, লাইফ সেভিং ও ফায়ার ফাইটিং যন্ত্রপাতি না রাখার অভিযোগে মনপুরা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নৌবাহিনী কন্টিনজেন্ট জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী, `ইন এইড টু সিভিল পাওয়ার` এর আওতায় যৌথ অভিযান নিয়মিতভাবে চলতে থাকবে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

