ফরিদপুরের শহরতলীর মুন্সীবাজার এলাকার রড সিমেন্ট ব্যবসায়ী রঞ্জিত বিশ্বাস ও লিটন বিশ্বাস নামের দুই ভাইকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে গেরদা ইউনিয়নের সাহেববাড়ি থেকে সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে ফিরছিলেন রঞ্জিত বিশ্বাস ও লিটন বিশ্বাস। কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায় আসামাত্রা পেছন থেকে দুটি মোটরসাইকেলে থাকা চার ব্যক্তি দুই ভাইয়ের ওপর হামলা চালায়। হামলাকারীরা রঞ্জিত বিশ্বাসকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় রঞ্জিত বিশ্বাসের সঙ্গে থাকা তার ভাই লিটন বিশ্বাস আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রঞ্জিত বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহত লিটন বিশ্বাস বলেন- আমার ভাইকে নিয়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতকারীরা দুটি মোটরসাইকেলে এসে প্রথমে কয়েকটি গুলি করে। যদিও গুলি লাগেনি। তারপর কুপিয়ে জখম করে পালিয়ে যায়। যারা হামলা করেছে তাদের কাউকেই চেনা যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনা অনুসন্ধানে কাজ শুরু করেছে। হামলার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

