শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের কর্তৃক কটিয়াদী-পাকুন্দিয়া উপজেলায় ঈদুল ফিতর ২০২৫ইং উপলক্ষে ৭০০ শতাধিক গরীব,দুস্ত, প্রতিবন্ধী নারী পুরুষের মাঝে ঈদসামগ্রী হিসেবে (চিনি,সেমাই,গুঁড়া দুধ, পোলাওয়ের চাল,সয়াবিন তেল,মসুর ডাল,পেঁয়াজ,আলু) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে ও উপজেলা চরঝাকালিয়া গ্রামের আল ইকরা ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসায় এবং কটিয়াদী বাজারের বাবু নারায়ন সাহার পাট গুদামে এবং পাকুন্দিয়া উপজেলার মঠখোলা এলাকায় গরীব অসহায় ৭০০শতাধিক নারী পুরুষের মাঝে ইদ সামগ্রী বিতরন করা হয়েছে।
শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের এর ভাইস চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্স এর ম্যানেজিং পার্টনার বাবু গণেশ চন্দ্র সাহার পক্ষ থেকে এ সকল ইদ সামগ্রী দেওয়া হয়।
এ সময় কটিয়াদী বাজারের পাট ব্যবসায়ী সমিতির সভাপতি রেফায়েত উল্লাহ আঙ্গুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপি সহ সভাপতি এবং কটিয়াদী বাজার বনিক সমিতির সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পাট ব্যবসায়ী নারায়ন চন্দ্র সাহা,সিনিয়র সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন,ব্যবসায়ী রনজিত সাহা,পাট ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক বাবু সুবির সাহা,শিবু বনিক,পাট ব্যবসায়ী সাইদুল্লাহ সোহেল,জালালপুর ইউনিযনের যুবদল নেতা সবুজ মিয়া,সাংবাদিক মিয়া মোহাম্মদ ছিদ্দিক,সমাজ সেবক সাফায়েত উল্লাহ শুভ প্রমুখ।
উল্লেখ্য যে বাবু গনেশ সাহা একজন সিআইপি।তিনি প্রতি বছর গরীব অসহায় মানুষকে শীতবস্ত্র হিসেবে ১হাজার মানুষকে কম্বল বিতরণ করেন প্রতি ঈদেই গরীব অসহায় মানুষকে ইদ উপহার সামগ্রী বিতরণ করে থাকেন। শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের এর ভাইস চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্স এর ম্যানেজিং পার্টনার বাবু গণেশ চন্দ্র সাহা সমাজের উন্নয়ন মুলক কাজের সাথে সরাসরি জড়িত আছেন,কটিয়াদী উপজেলা পার্শ্ববতী মঠখোলা এলাকায় নিজ অর্থায়নে প্রায় ২ কোটি টাকা খরচ করে একটি নান্দনিক মন্দির তৈরি করে দিয়েছেন। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে বাবু চন্দ্র সাহার উন্নয়নে মহৎ উদ্যোগ রয়েছে।
উল্লেখ্য,৭ শতাধিক গরীব অসহায় মানুষ ইদ সামগ্রী উপহার পেয়ে আনন্দিত হয়েছে।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :