রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল ও সার্জিক্যাল রিকোয়ারমেন্ট (MSR) টেন্ডারে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব থাকায় যোগ্য দরদাতা বঞ্চিত হয়েছেন, এবং নিয়মনীতি উপেক্ষা করে নিম্নমানের পণ্য ক্রয় করা হয়েছে।
এ বিষয়ে পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. খোকন মিয়া জেলা সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিখিত অভিযোগ দিয়েছেন। তার দাবি, সর্বনিম্ন দরদাতা হয়েও তিনি কাজ পাননি, বরং স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে।
খোকন মিয়া বলেন আমি নিয়ম মেনেই টেন্ডারে অংশ নিয়েছিলাম এবং সর্বনিম্ন দরদাতা ছিলাম। অথচ অজানা কারণে আমাকে বাদ দিয়ে দ্বিতীয়জনকে কাজ দেওয়া হয়েছে। এটা সঠিক টেন্ডার প্রক্রিয়ার পরিপন্থী।
অন্যদিকে, এ বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেন জানান, প্রথম লোইস্টকারী প্রতিষ্ঠানের কাগজপত্র যথাযথ না থাকায় দ্বিতীয়জনকে কাজ দেওয়া হয়েছে। তাছাড়া, টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হওয়ায় আমাদের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই।
এ ঘটনায় টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে। তবে, বিষয়টি সঠিকভাবে তদন্ত না হলে পাংশা হাসপাতালের ক্রয় ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/বিএইচ