AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুড়ী থেকে সাত বছরের মেয়ে নিখোঁজ



জুড়ী থেকে সাত বছরের মেয়ে নিখোঁজ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর গ্রাম থেকে সাদিকা জান্নাত রানী (৭) নামের এক মেয়ে নিখোঁজ হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকালে এ ঘটনা হয়। রানী‍‍`র মা তাহমিনা আক্তার রাতে জুড়ী থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

পরিবার সূত্র জানায়, রানী বড়লেখা উপজেলার বিওসি কেছরিগুল দক্ষিন গ্রামের আব্দুল মালিকের মেয়ে এবং স্থানীয় ইয়াকুবিয়া ইববেদায়ি মাদরাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। সে মায়ের সাথে বাছিরপুর নানার বাড়ীতে ছিল। বুধবার সকালে নানার বাড়ী থেকে পাশের মসজিদে দারুল কেরাতে যাওয়ার জন্য বের হয়। দুপুরে বাড়ির অন্য শিশুরা ফিরে  আসলেও রীনা ফিরে আসেনি। অন্য শিশুরা জানায় রীনা মসজিদেও যায়নি। পরে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে রীনাকে পাওয়া যায়নি।

রীনা‍‍`র মা তাহমিনা জানান, সকালে বাড়ী থেকে যাওয়ার সময় রীনা‍‍`র পরনে গোলাপি রঙের একটি ফ্রক ও খয়েরী রঙের ওড়না পরিহিত ছিল। রিনা লম্বায় প্রায় তিন ফুট এবং গায়ের রং বাদামী। তার মুখ গোলাকার ও চুল কালো-লম্বা।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. মুরশেদুল আলম ভূইয়া রাত সোয়া এগারোটায় জিডির সত্যতা নিশ্চিত করে জানান, বাচ্চাটিকে উদ্ধার করতে আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।


একুশে সংবাদ// এ.জে

Shwapno
Link copied!