ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নে রোজদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের দেলদুয়ার মাধ্যমিক বিদ্যালয়ে জামায়াতে ইসলামীর কুলকাঠি ইউনিয়ন শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আঃ হাই। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নলছিটি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোঃ সাইদুল ইসলাম।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নলছিটি মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আতিকুল ইসলাম। ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ রোজাদাররা অংশ নেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :