টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীন মাহমুদ এর সাথে ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা প্রেসক্লাবের সকল কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত সাংবাদিকরা নবাগত ইউএনও কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে স্বাগত জানিয়ে উপজেলার বিভিন্ন উন্নয়ন, অসংগতি ও সার্বিক বিষায়াদি তুলে ধরেন এবং উপজেলার বিভিন্ন দপ্তর থেকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগীতা করার আহবান জানান।
এসময় বক্তব্য রাখেন,
ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, জাতীয় পত্রিকা দৈনিক মানবজমিন, ধনবাড়ী উপজেলা প্রতিনিধি, মোহাম্মদ ফিরোজ আহমেদ, জাতীয় পত্রিকা দৈনিক একুশের বাণী, ধনবাড়ী ও মধুপুর উপজেলা প্রতিনিধি, মারুফ রানা রনি দৈনিক সময়ের কাল ধনবাড়ী উপজেলা প্রতিনিধি প্রমুখ।
নবাগত নির্বাহী কর্মকর্তার বক্তব্য সাংবাদিকদেরকে অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাফল্য প্রচারণা এবং উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করা সহ অপরাধ, অনিয়ম, দূর্নীতি দমনে সহযোগীতার আহবান জানান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :