স্ত্রী হত্যার দায়ে দীর্ঘ ১৮ বছর (দেড় যুগ) পর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কাশেমকে (৬৮) গ্রেপ্তার করেছে নীলফামারী সদর থানা পুলিশ। র্যাবের সহযোগিতায় গাজীপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (২ মার্চ) তাকে কারাগারে পাঠানো হয়। নীলফামারী জেলা শহরের বাড়াইপাড়া মহল্লার মৃত আলী জানের ছেলের কাশেম। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ জানান, ২০০৭ সালের ১৮ আগস্ট জেলা শহরের বাড়াইপাড়ার নিজ বাড়িতে আবুল কাশেম তার স্ত্রী বেগম খাতুনকে হত্যা করেন।
পরবর্তীতে গোপনে লাশ দাফন করে পালিয়ে যান তিনি। এ ঘটনায় নিহতের বড় ভাই ইয়াসিন আলী বাদী হয়ে আবুল কাশেমকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২১ সালের ৩ জানুয়ারি বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল কাশেমকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। সেই থেকে কাসেম পলাতক ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

