তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে" প্রতিপাদ্যের আলোকে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিস এ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
রবিবার (২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে একটি র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন অফিসার জুয়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বাহাউদ্দীন শেখ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সায়াদউদ্দীন, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ছিরু মিয়া প্রমূখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :