এক দিনের ব্যবধানে কোটচাঁদপুরে আবারও একটি কলেজের জানালার গ্রীল কেটে ভিতরে গিয়ে তছনছ করেছে চোরেরা। এ ছাড়া দিনের বেলায় দুর্ধর্ষ চুরিও হয়েছে এক বাড়িতে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে স্থানীয় পৌর মহিলা কলেজে।
জানা যায়,সোমবার রাতে জানালার গ্রীল কেটে চোরেরা তছনছ করেন কোটচাঁদপুর সরকারি কলেজে। ভাংচুর করেছে শিক্ষকদের লোকার, ড্রয়ার ও আলমিরা। তবে কি খোয়া গেছে তা জানাতে পারেননি কলেজ কতৃপক্ষ। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার দিনের বেলায চুরি সংগঠিত হয়েছে কোটচাঁদপুর সলেমানপুর বাজার পাড়ার আব্দুল মতিন বিশ্বাসের বাড়িতে। ওই সময় তারা ৩ টা ঘরের তালার ছিটকানি ভাংচুর করেন। নিয়ে যান নগদ ৪৬ হাজার টাকা, ৫ টি স্বর্ণের চেইন,৫ টি আংটি,বালা ১ জোড়া। ঘটনাটি নিয়ে বাড়ির মালিক আব্দুল মতিন বিশ্বাস থানায় অভিযোগ করেছেন। ওইদিন রাতে (মঙ্গলবার) জানালার গ্রীল কেটে চোরেরা প্রবেশ করেন কোটচাঁদপুর পৌর মহিলা কলেজে। ভাংচুর করেন কলেজে বিভিন্ন কক্ষের লোকার,ড্রয়ার ও আলমিরা। তবে কি ধরনের ক্ষতি সাধিত হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুজ্জামান তুহিন।
তিনি বলেন,আজ কলেজ ছুটির দিন ছিল। এরপরও কলেজে আসছিলাম। পরে আমার অফিস কক্ষ খুলতেই চোখে পড়ে জানালার গ্রীল কাটা। এরপর কলেজের অন্য কক্ষগুলো খোলার পর দেখতে পায় ভাংচুরের চিত্র।
তিনি আরও বলেন,চোরেরা কি ধরনের ক্ষতি সাধিত করেছে তা জানতে একটু ক্ষতিয়ে দেখতে হবে। এরপর বলা সম্ভব হবে ক্ষতির পরিমান। ওই ঘটনায় থানায় অভিযোগ করেছেন বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) শারমিন আক্তার বলেন,অন্য কোন ঘটনার অভিযোগ হয়নি। তবে কলেজের ঘটনায় একটা অভিযোগ হয়েছে থানায়।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

