শেরপুরে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা উত্তীর্ণদের মাঝে পুরস্কার ও শিক্ষা উপকরণ প্রদান করে হয়েছে। আজ বুধবার দুপুর ১ টায় শহরের গৌরীপুরস্থ ডপস কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
শেরপুরে ডেভলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবলিটি (ডপস) প্রতিষ্ঠাতা মোঃ শাহিন মিয়া বিএসপি এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজুয়ান, জেলা ডায়াবেটিকস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, কবি ও সাংবাদিক রফিক মজিদ ও শিক্ষক নেতা মহসিন আলী।
বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, তোমরা উচ্চ শিক্ষা গ্রহণ করে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় প্রশাসনিক কর্মকর্তা হলেই সফলতা আসবে না। তোমাদেরকে একজন আলোকিত মানুষ হতে হবে। দেশের ভঙ্গুর সমাজব্যবস্থাকে পুনর্গঠন করতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলেই তোমাদের উচ্চ শিক্ষা অর্জনে সফলতা আসবে।
আলোচনা সভা শেষে অতিথিরা জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট এবং বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
ডপস সূত্র জানায়, জেলার ৫ উপজেলা থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে প্রায় ১ হাজার শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এ থেকে চূড়ান্ত ভাবে মনোনীত হন ১৮৫ জন। এদেরকে ডপসের শিক্ষা সহায়তা সহ সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

