বাংলাদেশের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলার জন্য, ২০০৭ সালে গলাচিপা উপজেলায় বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়।
সম্মানের সাথে ১৭টি বছর এই প্রতিষ্ঠান নাম ও সুনাম ছড়িয়ে পড়ে পুরো উপজেলায়। বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলের ১৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার, মোঃ সৈয়দুজ্জামান।

এছাড়া উপস্থিত ছিলেন, বি এন পি, জামায়াত, গনঅধিকারসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, এবং গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মুঃ খালিদ হোসেন মিল্টন সহ গণমাধ্যম কর্মীরা ও শিক্ষার্থীদের অভিভাবকগণ।
আজ সকাল ৯টায় অত্র বিদ্যালয়ে পতাকা উত্তোলন ও প্যারেড এর মধ্য দিয়ে দিয়ে অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার, মোঃ মিজানুর রহমান ও তার সহধর্মিনী, নাহিদা রহমান। উদ্বোধন শেষে ক্রিড়া প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন, অত্র বিদ্যালয়ের সভাপতি নাহিদা রহমান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :